হালখাতার হকিকত
 
মায়ের আঁচলে আটকে থাকা শৈশব একদিন হারিয়ে যায়।
তারপর থেকে শিশু আর মায়ের কাছে আসে না। জীবনের এমন খেলায় প্রেমকে বৃথাই আঁচলে আটকে রাখা।
উদ্বায়ী প্রেম মৌমাছির পাখায় বসে গোলাপ থেকে হরেক ফুলের মধু
চেখে চেখে দেখে। চিরন্তন প্রেম শুধু সমাধির নীচে থিতু হয়।
সব পাওনাই যেমন কিছুটা বাকি থাকে। হালখাতা বেশ জমে।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌹🌹