জান্তব
 
আমি পাখি নই
তবু পাখির কোটরে থাকতে ভালোবাসি
আমি সাপ নই
তবু শীতে খোলসে ঢুকে পড়ি
আমি গিরগিটি নই
তবু রঙ বদলাতে ভালোবাসি
মনে পুষে রাখা জান্তব তাড়নাগুলো
আমাকে গ্রাস করে
নিজেদের খেয়াল খুশি মতো।
 
বুঝতে পারি, বাঁদরের
ডিএনএ রয়ে গেছে।


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌵🌾