জীবন

খেলতে খেলতে আড়ি
কথায় কথায় বন্ধুত্ব
অমত হলেই বৈরি
সম্পর্কের নেই চিরত্ব।
প্রথম দেখাতে প্রেম
প্রেমে পড়লেই অন্ধ
সে যে নিকষিত হেম
ছড়ায় যত সুগন্ধ।
চিররহস্যময় যৌবন
পাখায় ভাসে আবেগ
তৈরি করে জীবন
লাগামে থাকলে বেগ।
স্বপ্ন কারো ভাঙে
কেউ পায় খ্যাতি
ভাগ্য থাকলে সঙ্গে
মান্যতা পায় নীতি।
রাতে জড়িয়ে ধরে
দিনে ফেরায় মুখ
বাঁশি বাজলেও বেসুরে
দুঃখের সঙ্গী সুখ।
জীবন শুধু ঘেন্নার
মৃত্যু হওয়ার আগে
জীবন শেষে স্বর্গদ্বার
আশা সবার জাগে।
জীবন নিয়ে কাটাছেঁড়া
করেছে কবিরা অনেকেই
সেগুলো দিয়ে জোড়া
এক নবজীবন বানাবোই।