কবিতা, শুনতে পাচ্ছো?
 
কবিতা!
আমার একটা নাম দিতে পারো?
কবি ছাড়া।
আমি একটাই নাম জানিঃ
ঘাম।
 
তুমি কি করে নাম দেবে?
তুমি তো আমার ছায়াকেও
চুরি করেছো
আর আমাকে দিয়েছো
একটা অবাস্তব আয়না,
তাতে আমার প্রতিবিম্ব দেখি
সে কি আমি?
 
চেষ্টা করে দেখো,
দিতে পারো কি না
আমার একটা নাম।
 
বেশ কিছুদিন আগে
আমি আমাকে চিনতে পারতাম
তখন কবিতা লিখতাম না
সবার কথা শুনে বেড়াতাম
সবাই আমার কথা শুনতো
এখন কেউ আমাকে চিনতে পারে না
তাদের মধ্যে আমিও পড়ি,
হয়তো তুমিও পড়ো।
 
দূর দেশের মানুষ ফোনে
নাম ধরে ডাকলে
রং নাম্বার বলে ফোন কেটে দি।
 
কবিতা লিখতে গিয়েই কি
নিজেকে হারিয়ে ফেললাম?
 
উত্তর দাও কবিতা?
 
একদিন তুমি আমার নাম খুজে পাবে
তখন আমি জন্মাবো এক বস্তিবাসির ঘরে
এক উলঙ্গ শিশু
 
তখন নামের প্রয়োজন যাবে ফুরিয়ে।
 
ভালো করে দেখো!
উলঙ্গ শিশুর হাতে ধরা
পালকের কলম।
 
তুমি ওর সাথী হয়ে থেকো।
তাহলে আমি নিশ্চিন্তে
মরতে পারবো।
 
কবিতা!
আর কিছু চাই না।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🍂