কতদিন সন্তান হয়ে থাকবো....
 
সালঙ্কারা সোনালী নদী অতীত।
তরুহীন পাহাড় থেকে নামে
এক গলিত রূপোর ধারা।
ধর্ষিতা নদীকে তুমি মা রূপে পূজা কর?
 
নদী বন্ধক করেনি যৌবনকে-
যা তোমরা ছিনিয়ে নিয়েছো
যুগের পর যুগ। করেছো মাকে উন্মাদ।
ক্ষমাহীন প্লাবনে আর্তনাদ করেছো,
আর্তনাদ করছো, আর্তনাদ করবে।
 
তবু নদী মা হয়ে সন্তানকে
আগলে রাখে, দিয়ে যায় সুধা।
 
কতদিন মায়ের সন্তান হয়ে থাকবে?


পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌾🌾