খুশি-অখুশির দিনগুলি


খুশির...


সেই দিনগুলি
বুকে হাত চেপে বই নিয়ে যাওয়ার দিন
অনেক দিন একসাথে বাসে পাশাপাশি ফিরেছি
আমি সৌন্দর্য পান করেছি চুপি চুপি
সে ফিরেও তাকায়নি
অন্তত আমার চোখাচোখি হয়নি।
আধঘন্টা প্রতিদিন
এক স্টপ আগে আমি নেমে গেছি,
জানি না সে কি ভেবেছিল?
অন্তত মনে মনে-
লজ্জার ভূষণ মাথা অনুভূতি
হয়েও থাকতে পারে,
না জেনেও খুশি ছিলাম।


অখুশির...


আমি তো কিছু করিনি?
তবু আমার হৃদয়ের উপশিরায়
কেন রক্ত বাধা পেয়েছিল?
স্টেন্ট বসেছিল।
সবার তো বসে না।
অবুঝ মনে অনেক শ্যাওলা জমেছিল,
টিপ টিপ করে সন্তর্পণে পা ফেলে
ভেবেছিলাম পার পেয়ে যাবো।
এই ভালো যে বেশি জমেনি-
আপাততঃ একটা।
ভবিষ্যৎ আমি মানিনা।
শুধু সন্তর্পণে চলতে শিখেছিলাম।
ভীরু ভীরু পায়ে......।