কোথায় পাবো তারে


কাঙালির মত হন্যে হয়ে ঘুরে ফিরি,
দেশ থেকে দেশান্তরে, নদী থেকে সাগরে,
কোথায় পাবো তারে?
বাউলের মত একতারা হাতে উদাস,
গঙ্গা থেকে ভলগা, তিস্তা থেকে তিতাস,
পাতা উল্টে সব যুগের ইতিহাস,
পেলেও পেতে পারি তুতেনখামেনের নিঃশ্বাস।
জঙ্গল মহলের সাঁওতাল পল্লীতে,
মশালের আলোয় মাদলের সাথে
উদ্দাম উচ্ছল নাচের ভঙ্গিতে
জ্বালিয়ে বিশ্বাসের সলতে
কোথায় পাবো তারে?
বাঁশবাগানের মাথায় কাজলা দিদির শ্লোক
রক্তস্রোত বহা দয়া নদীর তীরে চণ্ডাশোক
ইতিহাস আমাকে পাগল করে
কোথায় পাবো তারে?
ময়ূর সিংহাসনের কোহিনুর
ঠিকানা ব্রিটিশ রাজ অন্তঃপুর
ঔপনিবেশিকদের কবজায় আমাদের মণি,
হাতে নিয়ে গাইতি খুঁড়ি বিশ্বের সব খনি,
কোথায় পাবো তারে?
এবার,
ক্যান্টন শহরে খুজি বাংলার আফিম,
আফিম আমার চাই, কোথায় আমার আফিম,
নেশায় বুঁদ হয়ে চালাবো চিরুনিতল্লাশ
রাম না রহিম হবে চরম হিসাব নিকাশ
আজ দাঁড়িয়ে এক গভীর খাদের কিনারে
কোথায় পাবো তারে?