মানবতার তিন পর্ব
 
অনুভব
 
চাঁদের আলোয় সৈকত সাদা
ভাঙা মাস্তুল ছায়াহীন
আমার চোখে তরঙ্গের জন্ম অযাচিত
আমার একমাত্র মাতৃভূমি
এক শ্রমিকের ক্রন্দন
প্রত্যেক কর্মহীনের ক্ষতে
আমি আমার জাতিকে শুনি।
 
সমুদ্র, আমার মহাভারত
 
সমুদ্রকে যদি
সৈকত থেকে ছিনিয়ে নাও
আমি ফিরিয়ে আনবো।
সমদ্রের ফেনা যদি
মেঘের থেকে দ্রুতগামী হয়,
আমি তাকে সূর্যের মিষ্টি সোনালী
আলোয় আলিঙ্গন করবো।
আলো যদি গজল বা
মন্দিরের মন্ত্র হয়
আমি তা মজুত করে রাখবো।
সমুদ্র, তুমি আমার মহাভারত।
 
পরিচয় খুঁজি
 
সাদা পাখিরা
ছাই- সাগরের প্রতিধ্বনি
লাল গোলাপ
বসরার বুকে মোঙ্গল হিংসা
সোনালী ধান
বিস্মৃত মন্বন্তরের কান্না
সুনীল আকাশ
হারিকেনের বুকে দোমড়ান রেললাইন
আমার মন
গত জনমের পাপের প্রায়শ্চিত্ত।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🍂🌾