মরণোত্তর সম্মান


অনামিকার পেলবে
মুক্তাঙ্গুরীয় পড়বে
তখন ইছামতীর তীরে
নিথর নগ্ন শরীরে
খসে যাওয়া তারার মত মুখ থুবড়ে পড়বো,
নির্ঘাত অপঘাতে মরবো।


গোলাপের আহ্লাদ
তবু বাদ-বিসম্বাদ
চন্দনা পাখির নীড়ে
তাকাবে না ফিরে
বিজয়োৎসবের হাউইয়ের মতো আকাশে মিলিবে,
নির্ঘাত অপঘাতে মরবে।


সে কি অপঘাত
না মর্মাঘাত
ওরা সবাই কোঁচকাবে ভ্রু
দুজনের মরদেহ পাশাপাশি ফেলে বাজাবে বিষাণ
নির্ঘাত মরণোত্তর সম্মান।