মৃত্যুর তিন পর্ব
 
আমার সমাধিতে কেঁদো না
 
কে বলেছে আমি নেই?
আমি আছি এই মাটিতেই
কে বলেছে আমি মরেছি?
আমি ঢেউয়ের মাথায় নাচি
কে বলেছে আমি নরকে?
আমি নৌকা, নদীর বুকে
কে বলেছে আমি পলাতক
আমি আকাশের সাদা বক
তাই আমার সমাধিতে কেঁদো না
ঝাপসা চোখে আমাকে চিনবে না।
 
এবার মরতে পারবো
 
চোখের জলে বা দুঃখে
আমাকে করো না স্মরণ
সেই হাসিতে আমাকে ভেবো-
যা ভাগ করেছি সারা জীবন
জীবনের পথে যেতে যেতে
হাসি দিয়েছি কারুর মুখে
জীবন আমার সম্পূর্ণ ভেবে
মরতে পারবো আপন সুখে
আমি যখন হাঁটছি পথে
আমাকে তোমার পড়েছে মনে
তুমি আমার সামনে ছিলে
আমি ছিলাম এক পা পিছনে।


দড়ি


দড়ি ভেবে পা দিয়েছি
ভাগগিস নেই বিষ
সিলিং-এ দড়ি ঝোলে
পাখিটা হাপিস।


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🦋🌹