অফিস পালানো
 
এক লগনে চার চোখ মিলেছিল,
হেসেছিলে, আমিও অনেক হেসেছিলাম,
বারান্দার দোলনায় বেজেছিল
কান্নার সানাই, পায়েস রেধেঁছিলাম।
দ্বিজ হয়ে দণ্ডি বিসর্জন দিয়েছিল।
কাজল, আলতা, কুমকুম, সিঁদুর
অনেক জমেছিল। সব বিসর্জন দিয়ে
একদিন শাঁখা ভাঙলাম। পরলাম থান,
মুমতাজের স্মৃতিসৌধের মত সাদা,
কেন এসেছিলে? কেনই বা চলে গেলে?
কোন কাজ ছিল?
মনে হয় তেমন জরুরি কিছু নয়,
যেমন সহজ হাজিরার খাতায় সই করে
                          অফিস পালানো।