কবিতার জন্ম বোধ হয় প্রেমকে উপজীব্য করে। সেই দীর্ঘ ইতিহাস আজকের কবিতায় প্রভাব ফেলবেই। এছাড়া জীবন বোধ এবং মানবতা বোধ তো আছেই।


আমরা মানুষ হিসেবে যুগের সাথে পালটে যাচ্ছি। কবিতাও পালটাক। আমার সীমিত কবি জীবনে আমি পরীক্ষা নিরীক্ষা বেশি দেখছি না। আমি দেখেছি প্রেমের কবিতা অধিক পরিমাণে পঠিত হয়। কিন্তু,  কবিতা যে কোন বিষয়ে লেখা হোক তাতে প্রতীকীবাদ যুক্ত হলে কবিতা অনেক সমৃদ্ধ হয়।
তবু তা মানুষের কাছে গ্রহণ যোগ্য হয় না।


আমার লেখা ৭/৯ এবং ৯/৯ তারিখের কবিতার মাধ্যমেই সেটা সবাই বুঝে যাবেন। পাঠকের সংখ্যা থেকে।


আমি পরীক্ষা নিরীক্ষা চাই।


আমি প্রতীকীবাদ চাই।


এই আমার মূলমন্ত্র।


সবাইকে আহ্বান জানাই নতুন দিশা দেখাতে। যাতে ভবিষ্যত প্রজন্ম সমৃদ্ধ হয়।


পঙ্কজ কুমার চ্যাটার্জি।
৯/৯/২০২২