প্রেমের তত্ত্ব


এক হৃদয়ে টরে টক্কা বাজে
প্রেমের সংকেত পৌঁছে অন্য হৃদয়ে-
সে হৃদয় নরম হলে,
অভ্যন্তরে ঢুকে পড়ে সহজে-
সংকেত করে উদ্ধার,
চলে কাটাছেঁড়া, নয়তো ঔদাসীন্য
প্রতি-সংকেত পাওয়ার জন্য
হওয়া দেউলিয়া -
সস্তা হতে চাই না।
হৃদয় পাথরের মতো হোক
সংকেত ধাক্কা খেয়ে সহজেই
ফিরে আসবে, ভালো মন্দ যা হোক।
সিদ্ধান্ত মাথা পেতে নেবো।
অব্যক্ত হয়ে উঠুক শব্দময়।
প্রেম কঠিন বেশ-
অনেকটা আপেক্ষিকতাবাদের মতো
তাই পাথরের সাথেই করো প্রেম।
যেমন মর্মর বিগ্রহের সাথে
করেছিল মীরা বাঈ।
....এক চিরন্তন সরলতা.....