সামান্য আশা


তোমাকে পেয়েছিলাম এমনি এক রাতে
সোনালী গোধুলি বয়ে গেল, তুমি নেই সাথে
আকাশ কেমন অচেনা, দুর্বল দুটি হাতে
ছিনিয়ে নিতে চাই তারাপুঞ্জের একটি তারা।


সেই তারার আলোয় দেখবো দুচোখ ভরে
একলা তুমি পড়ে আছো সেই পাঁচ পাহাড়ে
না হয় পাথরের উপর আছড়ে পড়া নির্ঝরে
বিস্ময়ে সব ভুলে গিয়ে বাজাবো একতারা।


তুমি নেই তাই জীবন আজ হয়েছে নিষ্প্রাণ,
সময়সন্ধানীরা শেয়ালের মত শবদেহের ঘ্রাণ
শুঁকে শুঁকে চুরি করেছে খেতভরা অঘ্রাণ,
ত্বরা এসো ফিরে, না হলে ঘটে যাবে মহামারী।


কেন এমন আশাবহ রাতে মরণের কথা জাগে?
সব হারানোর কথা মনে আসেনি কখনো আগে,
আগামী ভোরের আকাশ ভরবে নবারুণ নবরাগে
আশায় আছি, তুমি হবে নবজীবনের কান্ডারী।