সময় দাও ভাবতে


ওখানে কি জমেছে আষাঢ়ের বাদলা মেঘ
ধারাপাত হয় তোমার জমে থাকা আবেগ?
আমি একটু বেশি আশা করি
যাবো কিনা ঠিক করতে
এখনও বেলা আছে, একটু সময় দাও ভাবতে।


প্রথম আষাঢ়ের আধখানা মেঘ এসেছিল এখানে
প্রলম্বিত হাতছানি দিয়ে বলেছিল কানে কানে
লুকোচুরি আমার বেপসন্দ
যাবো কিনা উত্তর দিতে
এখনও বেলা আছে, একটু সময় দাও ভাবতে।


আমার বুকে কিন্তু ঝরে চলেছে ভরা আষাঢ়
বজ্রাঘাতে পাঁজরের সব হাড়গুলো হয় চুরমার
সত্যি এবার করবো ঠিক
কানুর বাঁশী দিয়েছে তাড়া
বেলাশেষে, মদন-শরে ছুঁড়বো গোলাপের তোড়া।