শেষ করাই শেষ কথা নয়


খাল বেয়ে ধীরে ধীরে
ঢুকে পড়ছে কুমীর,
যতই অশ্রু ঝরাক,
লেজে খেলে খালের পিছনের
সব জল শুষে নেয়


লেজে খেলে খালের পিছনের
সব জল শুষে নেয়।
বোঝেনি সে যে ঐ পথেই
তাকে একদিন ফিরতে হবে।


ফেরার লগ্নে খটখটে খাল দেখে
কুমীর সত্যি করেই কাঁদবে,
তখন এক ফোঁটা জল কেউ
এগিয়ে দেবে না।
কুমীর! শেষ করাই শেষ কথা নয়।