শুক্তির বুকে মুক্তার মত
 
রাতে তোমার আগে শুয়ে পড়তাম
সকালে তোমাকে কোনদিন পাশে দেখিনি
তুমি কখন ঘুমোতে, কখন উঠতে জানি না
জানি না তুমি বিনিদ্র ছিলে কি না!
তুমি ছিলে তোমার জগতে, আমি আমার।
দিনের পর দিন,
এক শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি,
যা স্বাক্ষরহীন, সাক্ষীহীন, তারিখহীন।
 
খবরের কাগজ হাতে পড়লে
চায়ের কাপ ঠিক চলে আসতো,
অফিসে বেরোনোর আগে
জলের গ্লাসের পাশে ওষুধ সাজানো থাকতো।
 
চুক্তির দায়িত্ব তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো,
আমি করেছিলাম কি না ভাবার সময় কোনদিন পাইনি।
যদি করে থাকি
তা অক্ষরে অক্ষরেই সীমাবদ্ধ।
 
দুই অক্ষরের মধ্যে যে ফাঁকা জায়গা
দুই লাইনের মধ্যে যে অব্যক্ত অর্থ
তুমি সেই পথেও হেঁটেছ
চুক্তির দায় মেনে নয়,
মনের তাগিদে,
শুক্তির বুকে মুক্তার মত।
 
আমি মনের কথা ভুলে
সহাবস্থান করে গেছি
অক্ষরে অক্ষরে।
 
#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌺🌵