তুমি আমি ধর্মে কি হে
হিন্দু নাকি মুসলমান?
আশায় ভাষায় কান্না হাসায়
পাও কোনো কি ব্যাবধান?


তোমার আমার ধর্ম কি হে
বৌদ্ধ নাকি খৃষ্টান?
বাপ যা ছিলো আমরা যে তাই
এটাই শুধু সমাধান?


তোমার আমার ধর্ম কি হে
ইহুদি না কনফুসিয়াস?
বাপ দাদারা দিয়ে গেছেন
পর-জনমের হাই হুতাশ ।


তোমার আমার বর্ণ কি হে
ক্ষত্রিয় না ব্রাহ্মণ
পরিশ্রম আর পেশাই কি ভাই
জীবন করবে নির্ধারণ?


তোমার আমার বর্ণ কি হে
শিয়া, সুন্নি, কাদিয়ানী?
জাতভেদাভেদ ভুলে করো
ভালোবাসার জয়ধ্বনি।


তোমার আমার বর্ণ কি হে
কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ?
কালো'রা কি মানুষ নহে?
নাকি ভাববো পতঙ্গ?


তোমার আমার কর্ম কি হে
ঝাড়ুদার না ব্যারিষ্টার?
'ঘামেরও গন্ধ ভিন্ন মোদের'
তিরষ্কার সেই আবিষ্কার ।


তোমার আমার কর্ম কি হে
আমলাবাদ না চাষাবাদ?
আমলাবাদের ঘুষ ঝমেলায়
যায় চুলায় সব আশাবাদ?


তোমার আমার হৃদয় আধার
রক্তের রঙ আর বৃক্ক লিভার
মল-মুত্রে কি পাও ব্যাবধান
পাও কি কোনো ভিন্ন সুঘ্রাণ?


তোমার আমার মরণ হলে
কবরে-পচনে, আগুনে-পোড়নে
কেউবা নিঃশেষ হবো শ্মশানে
কেউবা ঘুমাবো গোরস্হানে।


নিশ্চিত সেই মরণ এলে
স্বর্গ নরকের ধুঁয়া তুলে
মানুষে মানুষে যত ব্যাবধান
দূরকরণে শুরু হোক অভিযান।


তোমার ধর্ম তোমার কর্ম
থাক একান্ত কেবল তোমার
তোমার আমার মাঝের সেতু
হোকনা শুধুই ভালোবাসার।


সুসম্প্রীতির সম্ভাষণে
এসো আমার আমন্ত্রণে
আমার ঈদে তোমার পুজোয়
এক হবো মেলবন্ধনে।