মূল কবিতা -কবি হযরত মাওলানা জালালুদ্দিন রুমি (রঃ)


প্রেমিকা জিজ্ঞাসে প্রিয়জনে
"আমারে ভালোবাসার চেয়েও কি ভালোবাসো নিজেরে?"
বললেন প্রিয়জন:
এই নিজ আমি যে মরে গিয়ে জন্মালাম তোমা মাঝে ,
নিজ আমি আর আমার ধর্মতো বিলীন তোমা মাঝে
শুধু তোমা মাঝেই এই আমি উপস্হিত
আমার সকল জ্ঞান গরিমা ভ্রান্ত করে দিয়ে
শুধু তোমাকে পাঠ করে বনে গেলাম আমি মহাজ্ঞানী ,
হারিয়ে ফেলেছি আমি আমার সব ক্ষমতা শক্তিমত্তা ,
তোমারি ক্ষমতায় বলিয়ান আমি তোমার শক্তিমত্তায় সক্ষম।
তোমাকেই আমি ভালোবাসি
তোমা মাঝে আমার ভালোবাসা
আমি তোমাকে ভালোবাসি
তাইতো নিজকে ভালোবাসা।