তোমার চোখের দিকে তাকালে যা দেখি
তা হলো আমার প্রতিচ্ছায়া
আমি স্পষ্টই বুঝি এ ভাবনা আমার স্পর্ধা
সীমা লংঘনের লুঠেরা চাওয়া।


তোমাকে নিয়ে কেন যে আমার
এই মোহাচ্ছন্নতা
সে উত্তর আমি আজো খুজে পাইনি
কখনো মূর্খতা মূঢ়তা
আমাকে তোমাকে ভাবতে বাধ্য করে
প্রচ্ছন্ন তোমার আছে কিছু
এমন কিছু যা কারো চোখে পড়েনি কখনো
সংগোপনে তাই লেগেছি পিছু
কখনো যদি প্রশ্ন করো তাহলে কি ভালবাসো?
উত্তরটা না তুমি না আমি জানি
তবে সংবিগ্ন হৃদয়ানুভুতি এর সংজ্ঞা হলে
তবে তুমিইতো সেই প্রাণসজনী।।