যেদিন তুমি আমাকে বললে
'মনে হয় তুমি যেন কাকে খুজছো!'
আমিও কম্পিত অস্ফুট স্বরে বলেছিলাম 'হ্যাঁ'।
মুহুর্তে ক্ষণিক তুমি চোখ বুজলে জানিনা কি বুঝে
আমি ভাবলাম আমার না বলা অনেক কথাই জেনে গেছো
না বলা কথা হলো বলা ভেবে আমিতো আত্মহারা!
সেদিন কি এক প্রশান্তির জাগরণে ঘুমিয়েছিলাম আমি
ঘুমায়নি ক্লান্ত পাখীরা কেউ, জেগেছিলো আকাশের সব তারা।
তারপর একদিন ক্লান্ত পাখীরা ঘুমালো,তারাগুলো হলো বিলীন
বিদেশবিভু্ঁইয়ে তোমার জীবনালেখ্য হলো আনন্দলহরিতে রঙ্গীন।
হঠাৎই একদিন সাবওয়েতে হলো দেখা, হলো কথা আর কথা
নতুন করেও পারিনি বলতে না বলা কথার না বলা ব্যথা।
জানিনা সেদিন কোন শুভক্ষণে নগর দেখাতে করলে আমন্ত্রণ
সেই দিনটিকে শ্রেষ্ঠ স্মরণীয় করে ধন্য করেছো এ জীবন
ঘুরে ঘুরে দেখালে অট্রালিকা,চিত্রকলা, ভাস্কর্য্য, যাদুঘর
দেখালে আপন ভাবার আন্তরিকতা কতটা অনিন্দ্য সুন্দর।
দেখালে দূর্লভ ফুল পশু প্রাণী পাখি প্রজাপতি
আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে দেখালে সমুদ্র সম্প্রীতি।
সেদিন তুমি আমাকে বললে
'মনে হয় তুমি যেন কি ভাবছো!'
আমিও কম্পিত অস্ফুট স্বরে বলেছিলাম 'হ্যাঁ'।
মুহুর্তে ক্ষণিক তুমি চোখে চোখ রেখে বললে, কি ভাবছো?
ওয়াটার ওয়ার্ল্ডে রুপালী একটা মাছ দেখিয়ে আমি বললাম-
'এই মাছটা আমি আর যে জলে ভাসছি তুমি হলে সেই পানি
তাইতো আমার অশ্রুসিক্ত পানি তোমার চোখে পড়েনি'।
নিদারুণ অনুরাগে সকরুণ সুরে বললে তুমি 'হ্যাঁ,
তুমিতো আমাতেই ভাসো আমাতেই হাসো নিরন্তর কাছাকাছি
আমার নোনাজলে ভেসে আছো তুমি, নোনা ধরা আমি তাইতো বেঁচে আছি'।