যা কিছু বলার আছে বলে দাও।
কিছু কি জানতে ইচ্ছে করেনা তোমার
কেন এ মুখ এত অযাচিত অযুগত?
যা কিছু জানার আছে জেনে নাও
অভিরত নির্লিপ্ত অভিহত এ অভাগার কাছে
ব্যথার ব্যাংকে তার কতটুকু ব্যথা জমা আছে!


কখনো কখনো আমারও মনে হয়
যোগ্যতার মাপকাঠিতে তোমার যোগ্য নই মোটেই
দুরন্ত বিশ্বাসগুলো তবুও বোঝাতে চায়
অল্প হলেও একটু জায়গা হয়তো আছে মনের কোণায়
তাই হয়তো তুমি কি যেন কি বলতে চাও আনমনায়
ঔদ্ধত্যতায় আমিও কি করে বলি 'ভালবাসি তোমায়'?


যা কিছু ভাবার আছে ভেবে নাও
অন্যথায় ভাবার সময় যদি না পাও?
খুজে যদি আর না পাও তাকে কখনো কোথাও?
তুমি যেন আহত না হও হারাবার বেদনায়
ভোগান্তি হয় যন্ত্রণার গ্লানিকর বিষণ্নতায়
বলার যদি কিছু থাকে বলে দাও নিঃশঙ্ক নির্ভাবনায়।