স্বাধীনতা হলো রৌদ্রদীপ্ত প্রভাতী আলোর স্বচ্ছতা
বাহান্ন আর একাত্তুরের উর্জস্বিনী প্রাণ প্রমত্ততা।


স্বাধীনতা হলো মানুষের ভিড়ে একুশের ভোরে শহীদ মিনারে ফুল দেয়া
দুঃশাসনের দুরাচারে বিশ্বব্যাপী সমস্বরে প্রতিরোধের গান গাওয়া।


স্বাধীনতা হলো বজ্রকন্ঠ, আকাশছোঁয়া সুবিশাল এক তর্জনী
অনুপ্রাণনার আরাধনার গণ-ঐক্যের বিস্ময়কর জয়ধ্বনি।


স্বাধীনতা হলো বাসন্তী সাজ, উৎসবে ভরা বৈশাখীমেলা
লালসবুজের নিটোল বাঁধনে গরব নিনাদিত নিপুণ খেলা।


স্বাধীনতা হলো বিজয় বার্তা আকাশে ধ্বনিত দুন্দুভি
জাগরণের বাস্তবে আঁকা সবহারাদের উল্লসিত প্রতিচ্ছবি।


স্বাধীনতা হলো রক্তচোখ আর দাম্ভিকতার উৎসাদন
উথাল-পাথাল গণ-জোয়ারের ঐকতানের মেলবন্ধন।


স্বাধীনতা হলো মাতৃভূমির, মাতৃদুগ্ধের ঋণ-শোধণ
পিতৃ-স্নেহের মাতৃ-গেহের  অন্ধ-প্রীতির প্রতিপোষণ।


স্বাধীনতা হলো কিষাণির প্রতি কিষাণের প্রীতি-ভালোবাসা
মজুরের ঘামে কামারের শানে গড়ে ওঠা কোনো নতুন আশা।


স্বাধীনতা হলো রাখালের বাঁশি বালিকার হাসি আযানের সুরেলা ধ্বনি
গীর্জা ঘন্টা, উলুধ্বনি আর প্যগোডায় দেয়া বিদগ্ধজনের বাণী।


স্বাধীনতা হলো কর্মজীবি নারীর-স্বপ্ন নতুন রঙ্গিন আশা
বলাৎকারী নরবেশ্যা নপুংসক'কে অশেষ ক্লেশের ভাষা।


স্বাধীনতা হলো নিত্য নতুন অবিজ্ঞেয় আবিস্কারের নেশা
অন্ধযূগের ধ্যানধারনার প্রতিসারণের দীপিকা দীপ্ত দিশা।