যখনই অন্ধকারে একদল জোনাকী
সূর্যটাকেই চ্যালেঞ্জ করে তোমাকে
আলোকিত করার ঔদ্ধত্য দেখায়
আমি সেটাকে নেহায়েতই তাচ্ছল্য করে -


তুমি বলে আমি যাকে চিনি আর জানি
সেই তোমাকেই স্বীয় আলোকের প্রদীপন অথবা
মহাকাশে নক্ষত্র পুঞ্জময় নীহারিকা কল্পনে
আলোকিত এক সামান্য দীপ্তিময় পিদিম মানি।।