কোনটা পুণ্য কোনটা যে পাপ, হুর না শঙ্খচূড়
ভাবতে ভাবতে যায় যে বেলা গড়িয়ে বহুদূর।


রচেন যিনি গড়েন যিনি কন্ঠে তোলেন সুর
নরককুন্ড শিখায় সে সুর বাঁজবে শোকাতুর?


তোমার আমার অবুঝ হিয়া সংশয়ে দুর দুর?
স্বর্গ হলো তোমার আমার মাঝের অন্তঃপুর।