কেন তুমি শুধু শুধু হারিয়ে যাও?
কথা না বলে কথাগুলোকে শুধু
একটার পিঠে একটাকে চড়িয়ে
উপচে পড়া পাত্র দেখে মেঘে ভেসে বেড়াও!


কেন তুমি ডাকো উসিলা নামের চক্রী'কে?
বীরদর্পে যেখানে হত্যা করেছি অজুহাতের মন্ত্রীকে!
কেন তুমি জেনে শুনে গুপ্ত থাকো?
রহস্যময়তার অবগুন্ঠনে নিজেকে ঢাকো!


আগুন জ্বালিয়ে চারিদিক আমি করবো ভস্মীভূত
লুকানোর জায়গা নেই, কোথায় লুকাবে? কোন মুলুকে?
অবশেষে তুমি মহা-লুকোচুরি খেলা ফেলে
একমাত্র নিরাপদ আবাস ভেবে ফিরবে আমার বুকে!