ধরা যাক
ছেলেটির নাম মেঘ,
আর মেয়েটি তাকে ডাকে মেঘবালক।


ধরা যাক
মেয়েটির নাম বৃষ্টি,
ছেলেটি তাকে ডাকে নীলজল।


মেঘ ভালবাসে বৃষ্টি
সারাটা দুপুর ডুবে যাবার সম্ভাবনা নিয়ে
দাড়িয়ে থাকে মেঘবালক, একা একা
তবুও সে বৃষ্টির কাছে আসে না।


বৃষ্টি ভালবাসে মেঘ
সারাটা বিকেল কুয়াশার সিঁড়ি ভেঙে ভেঙে
নীলকালিতে লেখে মেঘের কাব্য, একা একা
তবুও সে মেঘকে চিঠি লিখে না।


ধরা যাক
বজ্রপাতের নাম বিজলী,
বিজলী মানেই দমকা হাওয়া,
দমকা হাওয়া মানেই লন্ডভন্ড; মেঘ-বৃষ্টি ভাবনা।
------------
১০.০৮.২০১৫