জানালার ওপাশে তুষারাচ্ছন্ন পাইনের বনে
নিষ্প্রভ আলোয় শীতের রাত ঘুমিয়ে আছে।


ঝিনুকের খোলসের ভেতরের ওম নিয়ে
গুটিশুটি শুয়ে আছি, বেঁচে আছি...


তীব্র শীত ফালি ফালি করছে শরীরের স্বরলিপি
রোমকূপে ব্লেডের কষ্ট নিয়ে আছি, বেঁচে আছি...


ঘুম ঘুম চোখে মলিন রাতে; স্মৃতির জোনাকি খুঁজছি
এককাপ চায়ের উষ্ণতায় জেগে আছি, বেঁচে আছি...


তুষার জমে জমে; খণ্ড খণ্ড বরফ হয়ে গেছি
নির্ঘুম ক্লান্ত পরে আছি, বেঁচে আছি...


আলসেমি গাঁয়ে মেখে, নিঃশব্দে শিশিরের মতো
শুকিয়ে যাচ্ছি, মিলিয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি...


যে শুকিয়ে যায়;
সে মিলিয়ে যায় নিজের অগোচরে...
যে হারিয়ে যায়;
সে তলিয়ে যায় বাকীরা চেয়ে থাকে...