পাশের বাড়ীর পোষা পাখীটা
ছোট্ট লাল মরিচ ভালবাসে।
সবুজ টিয়ার লাল ঠোঁট
মরিচের লোভে কাছে আসে।


পাখী পোষার বিলাসিতা বুকে নিয়ে
কাঁটাবন মোড়ে মনপাখীর খাঁচা খুঁজি।
সারা বিকেল দরদাম করে; হঠাৎ ভেবে দেখি
এই শহরে হৃদয় নয়; টাকাই হলো পুঁজি।
--------------------------------
© খোরশেদ খোকন। ১৮/১০/২০১৫