গাছের ছাউনি দেয়া রাস্তায়
ঝড়ে যাচ্ছে একলা উদাসী ভোর
আলোর রেখা ধরে হাঁটছে ঝরাপাতা
সামনে সীমাহীন একলা স্বাধীন পথ।


রোদ্দুরে চোখের সীমানা ছাড়িয়ে
যে পথে রাত্রিরা করে জীবনের আয়োজন
সেই পথের বাঁকে একদিন বৃষ্টি এসেছিল
বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল; আমাদের কাঁচা মন।


এখনও বৈশাখীর রাতে; স্বপ্নের ঘোরে
আবারও বৃষ্টি আসে চেনা পথে, চেনা রাতে
তুমি আমি দুজনেই একলা একা ভিজে যাই;
বৃষ্টিভেজা পথের বাঁকে রাত ফুরিয়ে আসে ভোর।


----
২৭ অক্টোবর ২০১৫