সেদিন গাঢ় একটা ঘুম নেমে এসেছিল
তন্দ্রাচ্ছন্ন বকুলের তলায়।
একটানা ঝিম ধরে বসেছিল
জল রঙে আঁকার মতো চিত্রকল্প আঁধার।
দুপুরের বুকের উপর বসে ধূসর রঙের শালিক
খুঁটে খুঁটে খাচ্ছিল দুপুরের রোদ।


চাইলেই বুক ভরে বকুলের প্রাচীন ঘ্রাণ নিয়ে
রূপকথার ঘুম পরীটার গল্প হতে পারতো;
হয়তো বৃষ্টি এসে ধুয়ে দিতে পারতো মগ্নতা
কিছুই হলোনা; ঘুম ঘুম চোখটাকে
খুব সস্তায় কিনে নিলো ঝাপসা সময়।