সেদিন একটা নীল প্রজাপতি দেখে
মনে মনে নাম দিলাম, প্রতীক্ষা।
সে তার ইচ্ছে ডানা মেলে
উড়তে উড়তে ম্রিয়মাণ আলোর দেশে
স্বপ্নের মতো উড়ে গেলো।


সে আর ফিরে এলো না!


সেদিন ইচ্ছে হয়েছিল, একটা পথের
নাম দেই গন্তব্য; দেয়া হল না!


প্রজাপতিটার ফিরে না আসার কারন
খুঁজে দেখলাম; প্রতীক্ষা রাখাটা ঠিক হয়নি।
অন্য নাম হলে সে নিশ্চয়ই ফিরে আসতো...


ভাবতে ভাবতে, আমি গন্তব্য নামটা
বাতিল করলাম; কেননা পথের নাম গন্তব্য হলে,
এই পথ কোথায় নিয়ে যাবে?


পথ কি জানে পথিকের ঠিকানা!


১৮-০১-২০১৬