ভারী চোখ, চোখের পাতা,
আলসেমি গায়ে মেখে ঘুম ঘোর প্রহরে
ভাবনা হারিয়ে যায় দূরে, আরও দূরে, বহুদুরে;
চেনা শহর, চেনা রাস্তা, চেনা ঘরের কোণে
অচেনা গভীর অন্ধকারে।
.
রাতের শরীরে ডুবে যেতে যেতে
অতল গহীনে তলিয়ে যেতে যেতে
যেতে যেতে অন্ধকারে; আরও অন্ধকারে
এখনও ভাবতে পাড়ছি, ঘুম ঘুম এই শরীরে
ম্রিয়মাণ ধোঁয়ায় হারিয়ে যেতে যেতে
রোদমাখা একটি সকাল; আরও একটি দিন;
ঘুম ভাঙলেই ফিরে পাবো...
কি করে বিশ্বাস করছি?
বিশ্বাসও যে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে অবিশ্বাসের মতোই অন্ধকারে!
...
০১-০২-২০১৬