মনে কর
অরণ্যের ডাকনাম কবিতা
আর অন্ধকারের ছদ্মনাম ঘুম।
.
আমার কাছে
সীমানা পেরিয়ে যাবার নাম তেপান্তর।
তুমি ভালবাস বসন্তের রাত, আমার মেঘলা দিন।
.
চলো আমরা
রোদ ঝলসে যাওয়া দিনের নাম দেই সংগ্রাম
অবসাদ ঘিরে থাকা সময়েরর নাম অপেক্ষা।
.
যদি চাও
জলে ভেজা দিনের নাম দিতে পারি অনুভুতি
তোমার আমার না-দেখা হবার নাম মৃত্যু।
.
তুমি বলো
জেগে থাকা রাতের নাম কি দিবে?
মেঘমুক্ত আকাশের নাম কি দিবে জন্ম!
---
০৩-০৩-২০১৬