হয়তো সেদিন দেখা হবেই ,
তুমি জিন্স ছেড়ে , মোহময়ী শাড়িতে ...
আমি মোড়ের দোকানে আগের মতোই ,
চা , সিগারেট আর আধখোঁচা দাড়িতে ...


এগিয়ে গিয়েও পিছিয়ে আসবে ,
হয়তো পুরোনো স্মৃতি মনে করে ...
আমার চোখে তখনও বিস্ময় ,
আজ চার চারটে বছর পরে ???


সেদিন আর চোখ রাঙাবে না ,
কিংবা করবে না জোরাজুরি ...
তবুও ধরা পড়ে যাবে ,
আমার চোখে তোমার চোখের চুরি ...


তোমার মনে প্রশ্ন জাগবে ,
এখনো বাউন্ডুলে , আগের মতোই ঘুরি ?
আমার মনেও প্রশ্নের ভিড় ,
তুমি সুখী তো ? আকাশ ছেড়ে ঘোর সংসারী ...


চাকরিটা কি পেয়েছো ?
নাকি এখনো টিউশানি করেই কাটে ...
কিংবা ,ঠোঁটটা আজকাল শুকনো কেন ,
নতুনের চুমু ? নাকি আঘাতের চোটে ???


হঠাৎ নতুনের পিছুটানে ,
তুমি ঝাপসা চোখে মুখ ঘোরাবে ...
সেদিন আবার শহরটা খুব চেনা  ,
আর তুমি অপরিচিতা হবে ...