তখন :-


বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ,
ভয় ধরে যায় প্রজার মনে ...
তখন ঘুঙ্গুর বাজে নাচঘরে ,
রাজা নগ্ন নির্বাসনে ...


সৈন্যের শবদেহে মন কাঁদে না ,
প্রজার ছোট্ট ভুলে কঠিন সাজা ...
সাম্রাজ্য গড়ে , সাম্রাজ্য ভাঙে ,
ধ্বংসস্তূপে উল্লাসে মাতে রাজা ...


রাজবাড়ীর আনাচে কানাচে ,
সারাক্ষন রাজার ব্যর্থতা প্রতিফলিত হয় ...
হারামের তিনশো রানী গর্ভবতী ,
কিন্তু গর্ভে একটাও পুরুষ নয় ....


সৈন্য মরুক , দুর্ভিক্ষ হোক ,
তবুও রাজার মনে রাজকড়ের ছক ..
পরাজিত রানী বন্দি হয় ,
হারেমে রানী বেড়ে তিনশো এক ...


রাজার বুদ্ধি মানসিকতা দামি নয় ,
প্রভাব ফেলে রাজপ্রাসাদের আকার ...
তরোয়ালের জমাট রক্তে ,
প্রকাশিত ! ক্ষমতা ভীষণ স্বার্থপর ...


এখন ...


অভিশাপ কুড়োই অষ্টম প্রজন্ম ,
রাজপরিবারের শেষ ছাপ ...
জানালার পাশে ভগ্ন প্রসাদ ,
স্বপ্নে ফোটে হারেমের অভিশাপ ...


নাচঘরটা টিকিট কাউন্টার ,
মাত্র দশটি টাকা টিকিট মূল্য ...
রাজবাড়িটা নিলামে উঠেছে ,
সেখানে সবাই এখন সমতুল্য ...


উপসংহার ...


সাম্রাজ্যে প্রজারাই শেষ কথা ,
তবু রাজা চাই , সবাই তাকেই চিনুক ...
আসলে বালির জন্যই সমুদ্রতট ,
আর প্রশংসা কুড়োই ঝিনুক ...


কত কি হারালো রাজা ,
কেও রাখেনা তার হিসাব ...
যন্ত্রণার ওই ইতিহাস মাপে ,
তার ভগ্ন রাজপ্রাসাদ ...