এমনই এক কান্না শেষের রাতে ,
আমার রন্ধ্রে মৃত প্রেমের কণা ...


স্বপ্ন দেখি ,
হোমের আগুনে ভগবান খোঁজার লোভে ,
যোনিপথের ঘ্রাণ নিচ্ছে এক তান্ত্রিক ,
দমবন্ধ ! চিতার ধোঁয়া আর সন্ধারতির ধূপের চোটে ...


বলির পরে হারিকাঠে জমাট বাঁধছে রক্ত ,
মিশে যাচ্ছে চিতার সাথে আঁতুর ঘর ,
প্রাচীন চুম্বনের স্বাদ ফুটে উঠছে ঠোঁটে ...


স্বপ্ন দেখি ,
বাসর রাতের কোলাহল মুছে দিচ্ছে ঘুম ,
স্বপ্নের মধ্যেও ঘুম ভাঙিয়ে দিচ্ছে ,
কৃষ্ণচূড়ার শিকড়ে লুকিয়ে থাকা হাজার লাশের আর্তনাদ ...


খড়ের গাদায় হারিয়ে যাওয়া সুচে ,
নতুন ভাবে প্রেমের সুতো জড়ানোর চেষ্টা ,
চোখের জলে মেশে জিভের স্বাদকোরকের স্বাদ ...


স্বপ্ন দেখি ,
বিকেলে এককাপ চিনি ছাড়া চা ,
আরামকেদারায় বসে এক চালচুলোহীন রাজপুত্র ,
হিসেবের ভুলে অবেলার যত সত্যি ...


অনন্ত মুক্তিতে তার অরুচি ,
তাকে বাঁধতে চায় প্রতিদিনের তুচ্ছতায় ,
আত্মার সৌগন্ধের বিনিময়ে শুধু তারই প্রতিপত্তি ...


আসলে স্বপ্নের উপর সাদা চাদর জড়ানো ,
তবুও নতুন ভাবে স্বপ্ন দেখা ,নতুন প্রতিশ্রুতি ...
কে তোকে চেয়েছে বল ,
যেভাবে আমি তোকে চেয়েছি ...