বিজিবির জয়গান
খোরশেদ আলম বিজয়


আমি বিজিবি বাংলা মায়ের সন্তান,
হাজার যন্ত্রনা সয়েছি বেদনা ,
তবুও গেয়েছি বাংলা মায়র জয়গান ।


বাংলা আমার মায়ের মত ,
আঁকড়ে ধরে রেখেছি ।
জীবনের মায়া ত্যগ করে ,
বাংলা মাকে দেখেছি ।


শত্রুসেনা বার বার আসে ,
বাংলাকে ছিনিয়ে নিতে ।
নিজের জীবনকে তুচ্ছ ভেবেছি,
পারেনি  বাংলাকে ছাড়াতে ।


আমি বিজিবি সীমান্ত ঘেরা ,
বাংলাদেশ আমার মা ।
নিজের জীবনে আসলেও ঝড়
বাংলাতে আসতে দেব না ।


আমি বিজিবি সীমান্তের অতন্দ্র পহরী
জেগে আছি সারাটি রাত ।
শত্রুসেনা মোকাবেলা করি ,
নাহি পরোয়া বাত ।


সীমান্তে আছি চোরা চালান ,
আর কালো-বাজারি বন্ধে ।
হাজার রকমের শত্রু ঘোরে ,
জড়িয়ে পরি দন্দে ।


শত্রুর দেওয়া নানান অফার ,
হেলায় করি যে নষ্ট ।
নিজে যন্ত্রনা সহ্য করব ,
বাংলাকে দিব না কষ্ট ।


কোটি কোটি বাঙালি চেয়ে আছে আজ ,
নিশিতে আমার মুখে ।
আমার পরিবার ঘুমায় না কভুও ,
রাত্রে যাপন দুঃখে ।


আমি বিজিবি যতই আসুক
ঝড়-ঝঞ্জা রইব নাক থেমে ,
জীবন থাকতে পরবো না লুটিয়ে,
শত্রু সেনার কদমে ।


শান্তি-শপথে বলীয়ান থাকি ,
নিজেকে করিয়া ম্লান ।
আমি বিজিবি বাংলা মায়ের সন্তান ,
নিজের রক্তে ভেজাব দেশ,
গেয়ে যাব বাংলাদেশের জয়গান ।