ভাঙতে সেতো সবাই পারে, জোড় লাগিয়ে দেখাও মন।
সংসার ভেঙে, মন ভেঙে—জুড়াও দেখি, সুরঞ্জন।
স্রষ্টা-লোকের সৃষ্টি-যজ্ঞে অনাসৃষ্টির ঈমানদারি,
ভাঙে মিত্রতা, আনে শত্রুতা—মিত্রলোক ধ্বংস করি।
এহানো আচরণ, পাষণ্ডের প্রমাণ—মানিকজোড় যদি করতে পারি,
জোড়তালিকে হাততালিতে রূপান্তরিত যদি করতে পারি।
ভবের মঞ্চে, ভিলেন গুঞ্জে—আমিই যে সেই পদাধিকারী।
নায়ক সে তো প্রেমেই ব্যস্ত, নহি প্রেমিক, তবু তারি প্রেমে পড়ি।
হিরোতে অনুরক্ত, সবে তারি ভক্ত—ভিলেন তবে কোথা পাই?
ধরিত্রী মাঝারে, কালরাত্রি সমরে—ভক্ত-প্রেমিকই রহি দেশদ্রোহীতায়।
ছায়াছবির প্রেমিক, কর্মযজ্ঞে অলীক—এই দ্বিচারিতায় খুঁজি আপনে।
বাস্তবের আমি, করি প্রণামী—নজরানা দিই আত্মভিলেনে।