মধুর ও হাসির অন্তরালে কি ছিল তোমার মনকথা?
শুধু হাসিতে কেড়েছ এ মন, দিয়েছ মর্মে শূল-ব্যথা!
শ্বেত পত্রের অপর পাশে ছিল কালিমার লিপি-
বোতলভরা প্রেম দিয়েছ, আঁটা ছিল তার ছিপি!
মিষ্টি হাসির বিষবৃষ্টি ঝরেছে পলকে পলকে-
অপহৃত মন হলো ধর্ষণ রূপের ঝলকে ঝলকে!
পাপড়ির পিছে ছিল গোলাপের সূচালো তীক্ষ্ণ-কাঁটা,
সেই গোলাপের সৌরভ নিতে বেরুলো রক্তছটা!    
ক্ষণে ক্ষণে প্রীত দর্শন দিয়ে কম্পন দিলে এই মনে-
পূত প্রেমময় কাঁপিল হৃদয়, সুনামি এলো পরক্ষণে!  
যত দিন যায় মেশার নেশায় মত্ত হয় এ হৃদয়-মন
নেশা যত বাড়ে টের পায় হাড়ে পরশ তোমার সুদূর বন!


    -- রচনা, ১২ আগস্ট ২০১৭
       বনানী, ঢাকা