বিশ্বব্যাপী মানবতা বড়ই বিকল-
চারিদিকে সহিংস তীব্র সংঘাত;
জাতে জাতে হানাহানি, জবর দখল,
শক্তিমানে দুর্বলের করে উৎখাত!
বিশ্বব্যাপী সম্প্রীতির গায়ে বড় চোট-
সাম্প্রদায়িক বিবাদ, বিস্তৃত সন্ত্রাস;
পুঁজিবাদী নেতৃত্বের অলক্ষুণে জোট,
ভণ্ড ধর্মযাজকের ধর্মযুদ্ধ- ত্রাস।

মানুষের অযাচিত হিংস্র স্বভাব
নিরীহ সাধারণ্যের করে ভিটা ছাড়া;
অজস্র শরণার্থীর আশ্রয় অভাব,
মুমূর্ষু ক্ষুধার্ত শিশু, পিতৃ-মাতৃহারা!
যুদ্ধাস্ত্রের মুখে আজ ধৃত মানবতা-
বন্যপশু তবে কি গো ছিল আদিপিতা?