আজ আর ফুটবেনা ফুল-
কুয়াশায় ঝরে গেছে আমের মুকুল;
সাগরের সুনামিতে ছোট সরোবর
সাগরেতে ভেসে গিয়ে হারিয়েছে কুল।


দখিণা শীতল বায়ু নিয়েছে বিরাম-
ভূতল লেহন করে তপ্ত কিরণ।
ঝড়ের পায়েতে দেখ করেছে প্রণাম
বৃহৎ বৃক্ষরাজি দাসের মতন।


পরাধীন জননীর পরিণত ভ্রূণ
কত না হাজার বার হয়েছে নিহত,
অলক্ষ্যে নারী-শিশু কত হলো খুন-
অংকুরে স্বাধীনতা হলো প্রতিহত!


পরাধীনতার গ্লানি বড় নির্মম-
সতত দাসত্বের কুটিরে নিবাস,
সুধাকরে আলো দেয় নিশীথে অরুণ,
দিবসে তাহার সাথে করে উপহাস!


প্রতাপশালীর ভূমে মানব জনম-
কুমীরের খামারেতে হরিণ শাবক,
যুগে যুগে হিংস্র শাসক, অধম,
নিষ্পাপ  মানবের হয়েছে যাজক!


   -- রচনা, ১৩ সেপ্টেম্বর ২০১৭