জীবন নদীর স্রোতে ভাসিয়াছে সুখশান্তি;
দু’ধারে পলির মত সঞ্চিত ভুলভ্রান্তি।
বহমান সুখধারা কচুরিপানায় গেছে ঢেকে
অশুভ নিঠুর বাঁধে সুখস্রোত কত গেছে বেঁকে!
অজস্র শোক, তাপ, বেদনার পাহাড় স্তূপ-  
শুষ্ক বালুর মত গড়িয়াছে চরের স্বরূপ;
বয়সী নদীর বুকে জেগে ওঠে বিক্ষিপ্ত বালুচর
বহমান প্রশান্ত জলধারা সংকীর্ণ, শ্লথ-মন্থর।      
কত না মলিন কালিমা ঠিক বালুকার মত
প্রবীণ চিত্তের সত্ত্বায় হয় সদা জাগ্রত।
অকাম্য বিচিত্র খেদ, সঞ্চিত হাজার যাতনা-
জীবনের নদীপথে ভাসমান বিবিধ আবর্জনা-
ক্ষয়িষ্ণু শরীরে আঁকিয়াছে বিবিধ ক্ষতচিহ্ন;
সমৃদ্ধ জীবন শেষে বিবিধ গরল ক্লেশে জীর্ণ!


   -- রচনা, ২৮ আগস্ট ২০১৭।
       বনানী, ঢাকা।