বয়সের ধৃষ্টতায় শরীর পীড়িত-
তুবড়ানো ত্বক যেন শুষ্ক নদীতল;
সুদর্শন যৌবনের হয়েছে অতীত,
নয়ন কোটরগত-কুঞ্চিত অঞ্চল।
সুঠাম-সুডৌল দেহ ছিল যৌবনে
আজ তাহা দীন-ন্যুব্জ, ক্ষীণ-রোগাক্রান্ত;
সুশ্রী বদনখানি মলিন প্রবীণে-
আনন্দ হাসিও যেন করে পরিশ্রান্ত!


সমকালীন বন্ধু সব নিয়েছে বিদায়-
বিদায়ের ঘনঘটা বাজে চিন্তনে;
অপলকে চেয়ে থাকে শঙ্কিত হিয়ায়,
ধরণীর মধুমায়া ছুঁয়ে যায় মনে!  
প্রবীণ এ বৃদ্ধ আজ শেষের এ ক্ষণে
স্মৃতির কাননে শুধু করে সে ভ্রমণ;
আজন্ম দেখিল সে মুহূর্তে নয়নে,
জন্ম-ক্ষণস্থায়ী যেন নিশার স্বপন!


   -- রচনা, ১২ আগস্ট ২০১৭।