চলছে দানবরূপী আধুনিকায়ন-
শহরের নদী খাল হচ্ছে ভরাট;
ক্ষণিকের বরিষণে পথে প্লাবন-
অথৈ সাগরসম; জল- বিভ্রাট!


আধুনিক ইমারৎ ছুঁয়েছে আকাশ-
মেলেনা কোথাও কোন শূন্যস্থান!
ধুসর শহরে ঘন ধুসর বাতাস;
বৃক্ষহীন রুক্ষ- অতি নিষ্প্রাণ!


সারিসারি রঙ্গিলা বিলাসী বাহন-
বিবিধ রঙিন রঙ, চলে এঁকেবেঁকে-
নগরীর ধমনীতে বিবিধ বরণ
শোণিত জমাট বাঁধে, জটে থেকে থেকে!


অন্দরে পরিপাটী স্বচ্ছ শয়ন,
ফুলের সুবাস- মনে পুলক জাগে;
বাহিরে আবর্জনা, উচ্ছিষ্ট পচন-
নাসিকায় উৎকট গন্ধ লাগে!


নগর প্রাসাদে কত ধনীর আদুরী
ভদকা বিয়ারে করে অমৃত পান;
রাজপথে লেংড়া-অন্ধ ভিখারি-
অভুক্ত শিশুর দেয় অখাদ্য দান!


ময়লার ভাগাড়েতে নগ্ন কিশোর      
উৎসুক দৃষ্টিতে ঘাঁটে পলিথিন;
নগরের বিস্তৃতি কাড়িয়াছে ওর  
বস্তির আশ্রয়, খেলার জমিন!