শান্তির পায়রা তিনি, গণতন্ত্রকামী,
নোবেল বিজয়ী আর বিবিধ পদক;
বিশ্বনেতাদের কাছে রত্নসম দামী,
দেশীয় বঞ্চিতজনে আশার আলোক!
অথচ মননে ছিল ক্ষমতার লোভ,
নির্যাতিত জনগণ হলো তার ঢাল;
মিলেছে নোবেল আর বিবিধ গৌরব,
দু’হাতে মিলেছে আজ ক্ষমতার হাল।
তারই দাপটে আজি রক্ত রাখাইনে-
ভুলেছে কৃতঘ্ন সু চি আর্তমানবতা;
অজস্র রোহিঙ্গা মরে তীব্র নির্যাতনে-
অপলকে চেয়ে থাকে নীরব বিধাতা।
মানবতার আদলে কু-ভণ্ডামি তার-
বর্বর সু চি’র প্রতি অশ্রাব্য ধিক্কার।