‘সংখ্যালঘু’- তাই আমাদের নানান অপবাদ;
গরিষ্টরা সুযোগ পেলেই নেয় মাংসের স্বাদ!
বিনা দোষেই নানান ছলে করে নির্যাতন-
শকুনগুলো মড়ার পাশে করে আবর্তন!
ধর্মে-বর্ণে সংখ্যালঘু যেন অতি দুর্বল!
তাই, স্বধর্ম ত্যাগ করে দেই পরধর্মে তাল!
রাজনীতিদল সংখ্যালঘুর বানায় পাশার ঘুঁটি-
জাঁতাকলের মাঝে পড়ে চেপ্টা হয় টুঁটি!
রাজনীতির অন্তরালে চলে দাবার ঘৌড়-
সোজাসাপ্টা না গিয়ে সে আড়পথে দেই দৌড়!
কত নেতায় গল্প শোনায় জাত ভেদাভেদ নয়-
তারাই আবার ভোটের সময় গরিষ্ঠদের চায়!
বিশ্বমাঠে সংখ্যালঘু যেন খেলার বল-
স্ট্রাইকার মারে লাথি, কিপারে দেয় ছল!
'সংখ্যালঘু’র অর্থই যেন ঘৃণ্য অভিশাপ-
জন্মেই মোরা ‘সংখ্যালঘু’, ভীষণ পরিতাপ!
    
    -- রচনা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭