প্রতিদিন প্রতিক্ষণ ভাবনা প্রচুর-
অতীতের কত কথা পড়ে এই মনে;
কতনা সুখের স্মৃতি-অতীত যৌবনে,
ভাবনাহীন কৈশোরে দুরন্ত দুপুর!
বাঁওড়ে সাঁতার দিয়ে কেটে গেছে বেলা-
গরমে শীতল জলে জুড়ায় শরীর;
সারাদিন হুড়োহুড়ি- অশান্ত অধীর-
বিকালে উড়ায় ঘুড়ি-নানাবিধ খেলা!    


তিরিশ বছর পর আজো এক রূপে
পশ্চিম দিগন্তে সেই সোনালী কিরণ;
আজও সন্ধ্যায় সেই সুবাসিত ধূপে
অন্দরে প্রশান্তি, তবে বিষাদিত মন!
জীবনের দায় আর বয়সের ভার-
প্রবীণ মানসে দেয় অজস্র প্রহার!    


    -- রচনা, ২২ আগস্ট ২০১৭।