হোক বৃক্ষের প্রকাণ্ড আকার
কর্তনে তার নেই তবু রে ভয়,
খঞ্জন যদি হয় রে ক্ষুরধার
আর যদি তা বৃহত্তর হয়।



অংক যত হোক না অনেক বড়
ক্ষুদ্র তার মিলবে রে ভাগফল
ভাজক যদি হয় রে বৃহত্তর,
অবশিষ্ট পাই রে তখন বল।