একবার ভেবে দেখ তুমি আর আমি-
দু’জনের মাঝে নেই কোনই প্রাচীর;
দু’জনেই একসাথে এক পথগামী-
একসাথে পেরিয়েছি কতটা তিমির!  
কত মুখরিত হাসি হেসেছি দু’জন-
বিষাদেও একসাথে হয়েছি মলিন;
ক্ষীণ উৎসবে দোহে কত আলিঙ্গন!
দু’জনেই দু’জনাতে হয়েছি বিলীন।


কখনো আক্ষেপে তুমি দেখাওনি ক্ষোভ-
চাহিদা জোগান দিতে পেরেছি কি কভু?
অপার সম্পদে কভু ছিল না তো লোভ,
তোমাতেই মুগ্ধ ছিল জগতের প্রভু।
পোড়ালে কাবীন আজ কোন প্রলোভনে?
ছুঁয়ে দেখ কত ব্যথা দিয়েছ এ মনে!


     -- ২৪ আগস্ট ২০১৭
          বনানী, ঢাকা।